অবাক করা আলৌকিক মিল

★আমেরিকার আলোচিত দুইজন প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করা হয়েছিল। একজন আব্রাহাম লিঙ্কন আরেকজন জন এফ কেনেডি।
#দুইজনেরই নামের অক্ষর সাতটি করে।
L-I-N-C-O-L-N এবং K-E-N-N-E-D-Y
#লিঙ্কন প্রেসিডেন্ট হন ১৮৬০ সালে আর কেনেডি প্রেসিডেন্ট ১৯৬০ সালে। ১০০ বছর পর।
#দুইজনকেই হত্যা করা হয় শুক্রবারে।
#হত্যা করার সময় দুইজনের পাশেই স্ত্রী ছিল।
#লিঙ্কনকে যে থিয়েটারে হত্যা করা হয় সেই থিয়েটারের নাম ছিল ফোর্ড আর কেনেডিকে যেই গাড়িতে হত্যা করা হয় সেই গাড়ির কোম্পানীর নাম ফোর্ড। কিন্তু গাড়িটির নাম ছিল লিঙ্কন।
#লিঙ্কন এবং কেনেডির পরে যারা প্রেসিডেন্ট হন দুইজনই জনসন।লিঙ্কনের পরে প্রেসিডেন্ট হন এন্ড্রু জনসন আর কেনেডির পরে প্রেসিডেন্ট হন লিন্ডন জনসন।
#এন্ড্রু জনসনের জন্ম ১৮০৮ সালে আর লিন্ডন জনসনের জন্ম ১৯০৮ সালে। ঠিক ১০০ বছর পরে।
#লিঙ্কনকে যে হত্যা করে তার নাম জন উইলকস বুথ আর কেনেডিকে যে হত্যা করে তার নাম লি হারভি অসওয়ালড। বুথের জন্ম ১৮৩৯ সালে আর অসওয়ালডের জন্ম ১৯৩৯ সালে । ১০০ বছর পর।
#মজার বিষয় হচ্ছে দুইজন হত্যাকারীর নামের বানানেই রয়েছে ১৫ টি করে অক্ষর।
John Wilkes Booth — Lee Harvey Osw

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার কোনো কিছুর পরামর্শ দেওয়া অথবা নেওয়ার জন্য এখানে কমেন্ট করতে পারেন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশে সিলেটের অবদান।

এপ্রিলফুলের আশ্চর্যজনক কাহিনী!!!!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৩১/০৮/২০২১ পর্যন্ত।