পোস্টগুলি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৩১/০৮/২০২১ পর্যন্ত।

ছবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে অফিস সহায়ক পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা প্রার্থীরা আগামী  "৩১ আগস্ট ২০২১" পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নামঃ- অফিস সহায়ক পদ সংখ্যাঃ- ৬ টি চাকরির গ্রেডঃ- ২০ শিক্ষাগত যোগ্যতাঃ- এস.এস.সি বা সমমান পাশ প্রার্থীর ধরণঃ- নারী/পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থলঃ- বাংলাদেশের যেকোনো স্থান বেতনঃ- ৮,২৫০-২০,০১০ টাকা বয়সঃ- আবেদনকারীর বয়স ২০২১ সালের ১ জুলাই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শুধু মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনের নিয়মঃ- আগ্রহী প্রার্থীরা dnc.teletalk.com.bd এই লিংকের মাধ্যমে আনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রার্থির সঠিক তথ্যাদির সাথে ৩০০ × ৩০০ সাইজের সম্প্রতি তুলা ছবি ও ৩০০ × ৮০ সাইজের প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। আবেদন ফিঃ- আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে অফিস সহায়ক পদ

মায়ের ভালোবাসা সত্যিই আশ্চর্যজনক!!

ছবি
এক গ্রামে এক কুয়ো ছিল। গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলত প্রতিবারই বালতিশূন্য দড়ি উঠে আসত। এমন অদ্ভুতকাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে, কুয়ার ভুতুড়ে । এখানে ভয়ংকর একটা ভুত বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের জল সংগ্রহ করতে হবে। এর একটা বিহিত করা দরকার। কিন্তু কুয়াতে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না।এমন সময় এক যুবক কুয়াতে নামতে রাজি হলো।সে বলল, আমি কুয়াতে নামব। আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন। তবে শর্ত হল দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল।মা বাবা বলল নামিস না খোকা ভুত প্রেত থাকতেও পারে। কিন্তু যুবকের এক কথা সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে মা বাবাকে ও উপরে রাখতে হবে।অবশেষে এই শর্তে সবাই রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল, কুয়ার মধ্যে একটি বানর।পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। এই শয়তান বানরটিই দড়ি খুলে বালতি রেখে দিত। যুবক বানরট

এপ্রিলফুলের আশ্চর্যজনক কাহিনী!!!!

ছবি
মারিয়ার বয়স ১০ বছর। তাদের বাসায় হামলা হলে মা তাকে বাথরুমে লুকিয়ে রাখে। হামলাকারীরা বাসায় ঢুকেই মারিয়ার মা সহ বাকি দুই ভাইকে হত্যা করে। বাসা থেকে বের হতে যেয়ে কি যেন মনে করে একজন বাথরুমের ছিটকানি খুললে মারিয়াকে পেয়ে যায়..... দশজনের দলটি তাকে পালাক্রমে ধর্ষণের সিদ্ধান্ত নেয়। দলটির দুর্ভাগ্য যে, তিনজনের ধর্ষন শেষেই মারিয়া পরপারে চলে যায়! সেদিন অনেক মারিয়ার জীবনে এই ঘটনা ঘটেছিল... মারিয়ার বাবা আরবীয় বংশভুত সিদ্দিক তখন যুদ্ধ ক্ষেত্রে ছিল। স্পেনের মুসলিম বাহিনী পরাজিত হলে সে ছুটে বাসার দিকে আসতে থাকে। তখন প্রতিটা মুসলিম জনবসতিতে আগুন জ্বলছে। খৃষ্টান বাহিনী ঘোষনা দিয়েছে যারা মসজিদে আশ্রয় নিবে তাদের হত্যা করা হবেনা। বাকিদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। যতদ্রুত সম্ভব সিদ্দিক তার পরিবার নিয়ে কাছাকাছি কোন মসজিদে আশ্রয় নিতে চায়.. বাসার সামনে এসেই দেখতে পায় দাও দাও করে আগুন জ্বলছে। নির্বাক হয়ে যায় সে। আগুনে পুড়া ধ্বংস স্তুপের মাঝে সে কাওকে আবিস্কার করতে পারে না। তারপর ছুটে যেতে থাকে পাশের মসজিদের দিকে। ক্ষীন আশা নিয়ে সে মসজিদে যেতে থাকে, যদি পরিবার সেখানে

বাংলাদেশে সিলেটের অবদান।

ছবি
সিলেট বিভাগ:- ★ জেলা ৪ টি, সিলেট, মৌলভী বাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। ( এমপি ১৯ জন।) ★ উপজেলা ৩৫ টি ★ পৌরসভা ১৪ টি ★ ইউনিয়ন ৩২৩ টি ইউনিয়ন, ★ পুরুষ মেম্বার ২৯০৭ জজন ★ মহিলা মেম্বার ৯৬৯ জন ★ গ্রাম সংখ্যা ১০১৮৫ টি ৷ ★ লন্ডনী প্রবাসী ৫ লক্ষ ★ আমেরিকা প্রবাসী ৩ লক্ষ, ★ বাংলাদেশের প্রবাসীর সংখ্যা ১ কোটির মত ৷ সিলেটের মোট প্রবাসীর সংখ্যা ২০ লক্ষ। ★★★★★★★★ বাংলাদেশে সিলেটিদের অবদানঃ ১. ৩৬০ আউলিয়া, শাহজালাল রহঃ, শাহপরান রহঃ পূণ্যভূমি সিলেট । ২. ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্বদের অন্যতম ছিলেন সিলেটের সন্তান বিপিন চন্দ্র পাল। ৩. ৭১ এর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান এম এ জি ওসমানী । ৪. সিলেটি লন্ডন প্রবাসীরা বাংলা টাউন গঠন করে ব্রিটেনের বুকে গড়েছেন এক টুকরো ছোট্ট বাংলাদেশ । ৫. স্বাধীন বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জাগিয়ে তোলার রুপকার সিলেটের সন্তান এম সাইফুর রহমান । সর্বাধিক সংখ্যক বাজেট ঘোষণা করেন তিনি। সিলেটের আরও দুই কৃতি অর্থনীতিবিদ শাহ এম এস কিবরিয়া ও আবুল মাল আব্দুল মুহিত। ৬. বাংলা সাহিত্যের যাদুকর সৈয়দ মুজতবা আলী, সিলেট

মোহাম্মদ (স) এর বাণী।

১৪৫০ বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের বলে যাওয়া বাণী, যা বিজ্ঞানীরা সত্যবলে প্রমাণ পেয়েছে। ★১★ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন, "পুরুষের প্যান্ট/ কাপড় টাখনুর উপর পরতে, অন্যথায় তা জাহান্নামে যাবে"। [সহিহ বুখারিঃ ৫৩৭১] বিজ্ঞান বলে, পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমানে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউযদি তা খোলা না রেখে ঢেকেরাখে তাহলে তার এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। ★২★ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন, "ভ্রু-প্লাগকারীর উপর আল্লাহর লানত"। [সহিহ বুখারীঃ ৫৫১৫] বিজ্ঞান বলে, ভ্রু হল চোখের হিফাজতের জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়েযায় তাহলে ভ্রু-প্লাগকারী পাগল অথবা মৃত্যুবরন করতে পারে। ★৩★ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন, "নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম"। [সহিহবুখারিঃ ৬১২৪] বিজ্ঞান বলে, ধুমপানের কারনে ফুস্ফুসের ক্যান্সার, ব্রংকাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধুমপা করলে ঠোট, দাতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়। যৌনশক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতি শক্তি

আপনি কি করেছেন????

❑ প্যাসকেল প্রথম থিওরেম প্রমাণ করেন ষোল বছর বয়সে!!! . ❑ রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ পনেরো বছর বয়সে, ভানুসিংহের পদাবলী লিখেছেন বিশের আগেই!!! . ❑ বিল গেটস ১৭ বছরে মিলিয়নিয়ার হয়েছে!!! . ❑ আশরাফুল সেঞ্চুরী করেছিলো ১৭ বছরে!!! . ❑ শ্বেত বামনের ভরসীমা 'চন্দ্রশেখর সীমা' প্রমাণ করেছিলেন তেইশ বছর বয়সে!!! . ❑ অনিশ্চয়তা তত্ত্ব আবিষ্কারের সময় হাইজেনবার্গের বয়স ছিল পঁচিশ!!! . ❑ বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের সময় আইনস্টাইন ছিলেন ছাব্বিশ বছরের!!! . ❑ জুকারবার্গ, ২৫ বছর বয়সে তার দেশের প্রেসিডেন্টের (ওবামার)সাথে সাথে কফি খায়,মার্কিন অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা করে!!! . >>>আমিও কম নই *** আমি ১৯ বছর বয়সে বাংলাদেশ শিক্ষা বোর্ডের HSC সার্টিফিকেট অর্জন করেছি।***

মোরা সবাই এক হই, কোটার বিরুদ্ধে থেমে নই।

মোট পদ:২০২৪ মুক্তিযোদ্ধা কোটা :৩০% মহিলা কোটা:১০% জেলা কোটা:৫% প্রতিবন্ধি কোটা:১% উপজাতি কোটা:৫% মোট কোটা:৫৬% সাধারন :৪৪% ২০২৪ এর ৫৬% =১১৩৪ বাকি মাত্র ৮৯০ টা সিট দেশের সকল অভাগাদের জন্য! আসুন এবার কিছু গল্প করি…. ০.১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০শতাংশ কোটা!! এটাকে প্রহসন ছাড়া কি বলা যেতে পারে? জাতিকে মেধাশূন্য করার নীল নকশা বৈ আর কি। বিসিএসে যেখানে আমার ভাই রাতের পুরোটা সময় মুখথুবরে বই নিয়ে পড়ে থাকে,রাত শেষে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় মাঝে মাঝে কোমরে ব্যাথা জাগে,তবুও থামেনা।পেইন কিলার নিয়ে আবার চেয়ারটেবিলে বসে যায় সেই ভাই যখন কোটা বৈষম্যর বেড়াজালে চোখের জল ফেলে চলে আসে,তখন এটাকে আপনি কি বলবেন? দোষটা কি তার? সে মেধাবী কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান না,সে ভালো ছাত্র কিন্তু প্রতিবন্ধী না? তার রেজাল্ট ভালো কিন্তু নারী না? সে অধ্যবসায়ী কিন্তু উপজাতী না? আচ্ছা মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই বা কি ছিল পশ্চিমের সামে পূর্বের সকল বৈষম্যর মুক্তি,তাই তো? তবে কতটা যুক্তিসঙ্গত এই কোটা বৈষম্য? তরুন প্রজন্মের মনে প্রশ্ন জাগতেই পারে এর চেয়ে তো পাকিস্তানি ভালো ছিল অন্তত মনে শা

অবাক করা আলৌকিক মিল

★আমেরিকার আলোচিত দুইজন প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করা হয়েছিল। একজন আব্রাহাম লিঙ্কন আরেকজন জন এফ কেনেডি। #দুইজনেরই নামের অক্ষর সাতটি করে। L-I-N-C-O-L-N এবং K-E-N-N-E-D-Y #লিঙ্কন প্রেসিডেন্ট হন ১৮৬০ সালে আর কেনেডি প্রেসিডেন্ট ১৯৬০ সালে। ১০০ বছর পর। #দুইজনকেই হত্যা করা হয় শুক্রবারে। #হত্যা করার সময় দুইজনের পাশেই স্ত্রী ছিল। #লিঙ্কনকে যে থিয়েটারে হত্যা করা হয় সেই থিয়েটারের নাম ছিল ফোর্ড আর কেনেডিকে যেই গাড়িতে হত্যা করা হয় সেই গাড়ির কোম্পানীর নাম ফোর্ড। কিন্তু গাড়িটির নাম ছিল লিঙ্কন। #লিঙ্কন এবং কেনেডির পরে যারা প্রেসিডেন্ট হন দুইজনই জনসন।লিঙ্কনের পরে প্রেসিডেন্ট হন এন্ড্রু জনসন আর কেনেডির পরে প্রেসিডেন্ট হন লিন্ডন জনসন। #এন্ড্রু জনসনের জন্ম ১৮০৮ সালে আর লিন্ডন জনসনের জন্ম ১৯০৮ সালে। ঠিক ১০০ বছর পরে। #লিঙ্কনকে যে হত্যা করে তার নাম জন উইলকস বুথ আর কেনেডিকে যে হত্যা করে তার নাম লি হারভি অসওয়ালড। বুথের জন্ম ১৮৩৯ সালে আর অসওয়ালডের জন্ম ১৯৩৯ সালে । ১০০ বছর পর। #মজার বিষয় হচ্ছে দুইজন হত্যাকারীর নামের বানানেই রয়েছে ১৫ টি করে অক্ষর। John Wilkes Booth — Lee Harvey Osw